ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটিতে কর্মখালি। প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে। এই বিষয়ে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্ট কাজের জন্য অঙ্কে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। ন’মাসের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। নিযুক্ত ব্যক্তির জন্য ৬৮,৫৩০ টাকা প্রতি মাসে বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
-
কেন্দ্র অধীনস্থ প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে চান? স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা পাবেন সুযোগ
-
আইসিএআর অধীনস্থ সংস্থায় কর্মখালি, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?
-
কেন্দ্রীয় অর্থপুষ্ট প্রকল্পে কর্মখালি, গবেষক নিয়োগ করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
-
রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন যাদবপুরের কেন্দ্রীয় সংস্থায়, কী ভাবে আবেদন করবেন?
প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য আলাদা করে আবেদনপত্র পাঠানো প্রয়োজন নেই।
২৮ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।