যাদবপুরের রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে কর্মখালি। ওই গবেষণাগারে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের রসায়নে পিএইচডি ডিগ্রি থাকা চাই। এ ছাড়াও তাঁদের থিয়োরেটিক্যাল কেমিস্ট্রি, স্পেকট্রোস্কোপি, নিউমেরিক্যাল অ্যালগোরিদম নিয়ে পূর্বে কাজের দক্ষতা থাকা আবশ্যক। তবে, যাঁরা পিএইচডি থিসিস জমা দিয়েছেন, অথচ ডিগ্রি অর্জন করেননি, তাঁরাও সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
আইএসিএস-এর স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ-সাবেক এসইআরবি) আর্থিক অনুদান দেবে। তাই, ওই সংস্থার নিয়মানুসারেই তাঁকে প্রতি মাসে ফেলোশিপ বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। আবেদনের শেষ দিন ৯ অগস্ট। ইন্টারভিউয়ের জন্য ১৩ অগস্ট ডেকে পাঠানো হবে। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি আইএসিএস-এর ওয়েবসাইট (iacs.res.in) থেকে দেখে নিতে পারেন।