কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) সিকিমে কাজ করতে হবে।
রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারিন্টেন্ডেন্ট, সিনিয়র টেকনিশিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাটেন্ডেন্ট/ ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে কর্মী প্রয়োজন। উল্লিখিত পদে আবেদনকারীদের যোগ্যতা, বয়সের ঊর্ধ্বসীমা সম্পর্কিত তথ্য জানতে এনআইটি সিকিমের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
মেধা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে প্রাথমিক পর্বের জন্য প্রার্থীদের বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পর প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্টের মাধ্যমে চূড়ান্ত পদের জন্য কর্মীদের বেছে নেওয়া হবে।
নিযুক্তদের প্রতি মাসে ভাতা-সহ বেতন বাবদ ৫,২০০ টাকা থেকে শুরু করে ৭৭,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তরা কাজের সুযোগ পাবেন।আগ্রহীদের ১০ মার্চের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে হলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) সিকিমের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।