কৃত্রিম মেধা, ভার্চুয়াল রিয়্যালিটির মতো বিষয়ে স্টাডি মেটেরিয়াল তৈরি করছে এনসিইআরটি (রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ)। এ জন্য একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৩৩টি।
এনসিইআরটি জানিয়েছে, সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট, কন্টেন্ট ডেভেলপার, গ্রাফিক্স আর্টিস্ট, গ্রাফিক্স ডিজ়াইনার, সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, জুনিয়র প্রজেক্ট ফেলো, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করা হবে। ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ চলবে।
আরও পড়ুন:
সাংবাদিকতা ও গণজ্ঞাপন, জনসংযোগ, গ্রাফিক ডিজ়াইন, অ্যানিমেশন, অ্যাপ্লায়েড আর্টস, ফাইন আর্টস, এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কিংবা সমতুল বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের চার থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
তবে, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তি বা পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, যদি তাঁদের শিক্ষকতা বা কন্টেন্ট ডেভেলপমেন্টের মতো কাজে পূর্ব অভিজ্ঞতা থাকে। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আবেদনকারীদের বয়স ৪৫ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৩৫ হাজার থেকে ১ লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন। আগ্রহীদের অনলাইনে কিউআর কোড স্ক্যান করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। প্রতিটি পদের জন্য একদিন করেই পোর্টাল চালু থাকছে। ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ওই ফর্ম পূরণ করে ইন্টারভিউয়ে যোগদান করতে হবে। আরও তথ্যের জন্য এনসিইআরটি-র ওয়েবসাইটে (ncert.nic.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।