সরকারি মেডিক্যাল কলেজের গবেষণা প্রকল্পে কর্মখালি। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার এন্ডোক্রিনোলজি বিভাগের তরফে ওই প্রকল্পে ডিজ়িজ় এরিয়া এক্সপার্ট, ডায়াবেটিস এডুকেটর এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের বাংলায় সাবলীল হতে হবেই। শূন্যপদ তিনটি।
উল্লিখিত বিভাগের তরফে ‘স্ট্রেন্থেন প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমস টু কন্ট্রোল চাইল্ডহুড নন-কমিউনিকেবল ডিজ়ি়জ়েস ফোকাসড অন টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাস’ প্রকল্পে গবেষণার কাজ চলছে।
আরও পড়ুন:
এন্ডোক্রিনোলজি বিষয়ে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) বা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) রয়েছে, এমন ব্যক্তিরা ডিজ়িজ় এরিয়া এক্সপার্ট পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
পুষ্টিবিজ্ঞানে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ডায়াবেটিস এডুকেটর পদে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ডায়েটারি বা লাইফস্টাইল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করতে হবে।
অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে বাণিজ্যে স্নাতককে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে নিযুক্তের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া দরকার।
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের আইপিজিএমইআর, কলকাতার ওয়েবসাইটে (ipgmer.gov.in) দেওয়া আবেদনের ফর্মটি পূরণ করে অনলাইনে কিংবা ডাকযোগে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৪ সেপ্টেম্বর।