দেশের একাধিক শহরে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় ম্যানেজার এবং অফিসার পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এ জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার (অপারেশনস), ইউনিট হেড (কোল্ড চেন), ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সাপ্লাই চেন ম্যানেজমেন্ট), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল অ্যান্ড পারচেস), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ওশান অপারেশন্স), অ্যাসিস্ট্যান্ট (সেলস অ্যান্ড মার্কেটিং), জুনিয়র অফিসার (ডোমেস্টিক অপারেশন্স), জুনিয়র অফিসার (অপারেশন্স), জুনিয়র অফিসার (ওশান অপারেশন্স), ডেপুটি ম্যানেজার (ট্র্যাভেল) এবং জুনিয়র অফিসার বা অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) পদে। মোট শূন্যপদ ১৫টি। নিযুক্তদের সংস্থার বিভিন্ন বিভাগে কাজের দায়িত্বে থাকতে হবে। তাঁদের পোস্টিং হবে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, দিল্লি, বেঙ্গালুরু-সহ অন্য শহরে।
আরও পড়ুন:
পদমর্যাদার ভিত্তিতে আবেদনকারীদের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা ২৭ অথবা ৩৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের বার্ষিক বেতন হবে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ১৭ লক্ষ ৭৮ হাজার টাকা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সাপ্লাই চেন ম্যানেজমেন্ট) পদে আবেদনের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতা এবং এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বাকি পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রার্থীদের এ জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর সমস্ত পদে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।