রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে উচ্চ পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় অভিজ্ঞ পেশাদার প্রয়োজন। নিযুক্তদের কর্মস্থল হবে দেশের বিভিন্ন শহর। এ জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) পদে। মোট শূন্যপদ তিনটি। নিযুক্তদের পোস্টিং হবে চিত্তুর, বেঙ্গালুরু এবং চেন্নাই।
ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ৩২ এবং ২৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা এবং ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
উভয় পদে আবেদন জানাতে চাকরিপ্রার্থীদের সিএ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) বা সিএমএ (সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতাসম্পন্ন হতে হবে। পাশাপাশি প্রয়োজন পেশাগত অভিজ্ঞতাও। এই বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর ১০ এবং ১১ জুলাই বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউয়ের দিনও প্রার্থীদের সমস্ত নথি সঙ্গে রাখতে হবে। এই বিষয়ে বাকি তথ্য সংস্থার ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।