পরিবেশ নিয়ে গবেষণার কাজের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি সেন্টারে গবেষণার কাজ হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সনৎ চট্টোপাধ্যায় সেন্টার ফর রিসার্চ ইন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি-তে গবেষণা প্রকল্পের কাজ হবে। গবেষণা হবে এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এবং লার্জ স্কেল ক্লিন ওয়াটার সিস্টেম নিয়ে।
প্রকল্পে নিয়োগ হবে রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রকল্পে নিযুক্তদের প্রথমে দু’বছর কাজের সুযোগ মিলবে। এর পর শর্তসাপেক্ষে সেই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
আবেদনকারীদের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। মূল বিজ্ঞপ্তিতে সমস্ত শর্তাবলি বিশদে জানানো হয়েছে।
আগ্রহীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে হবে। অনলাইনে জমা দিতে হবে ৫০ টাকা আবেদনমূল্য। এর পর আগামী ১৭ জুলাই বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে সকাল ১১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিনও সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে প্রার্থীদের। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।