আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ কলেজগুলিতে শুরু হয়েছে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ কলেজগুলিতে একাধিক বিষয় পড়ার সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের থেকে রাজ্যের অভিন্ন অনলাইন ভর্তি পোর্টালের মাধ্যমে আবেদন নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ কলেজগুলিতে ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। জাতীয় শিক্ষানীতি মেনে বিশ্ববিদ্যালয়ে স্নাতকের বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে অনার্স নিয়ে চার বছরের স্নাতক প্রোগ্রাম, অনার্স নিয়ে চার বছরের স্নাতক এবং রিসার্চ ডিগ্রি প্রোগ্রাম, তিন বছরের স্নাতক প্রোগ্রাম। আর্টস, সায়েন্স, কমার্স, আইন-এর ডিগ্রি প্রোগ্রামের পাশাপাশি অন্যান্য বিভাগেও ডিগ্রি লাভের সুযোগ রয়েছে। সেগুলি হল বিবিএ অনার্স, বিবিএ হসপিট্যাল ম্যানেজমেন্ট অনার্স, বিসিএ অনার্স, বিএইচএম অনার্স, বিটিটিএম অনার্স।
আরও পড়ুন:
আর্টস এবং সায়েন্সে যে বিষয়গুলি নিয়ে পড়ার সুযোগ রয়েছে, সেগুলির মধ্যে রয়েছে বাংলা, এডুকেশন, ইংরেজি, হিন্দুস্তানি সঙ্গীত, নজরুল সঙ্গীত, সাঁওতালি, উর্দু, পরিবেশ বিজ্ঞান, প্রাণিবিদ্যা, অর্থনীতি, গণিত-সহ অন্যান্য বিষয়। বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ কলেজগুলিতে মোট আসনসংখ্যা ২৬,৬২৮।
আগ্রহীদের এর জন্য অভিন্ন অনলাইন পোর্টালে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কাজের সুযোগ, কর্মস্থল হবে হলদিয়া
-
পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা? যাদবপুরের আইএসিএসে রয়েছে গবেষণার সুযোগ
-
ওবিসি জটে থমকে যাদবপুরের ভর্তি প্রক্রিয়া, অ্যাডমিশন কমিটির বৈঠকে কী মিলবে সমাধান?
-
পশ্চিমবঙ্গ-সহ দেশের ছ’টি রাজ্যে স্কুলস্তরে অনুত্তীর্ণ পড়ুয়ার সংখ্যা সর্বাধিক, দাবি কেন্দ্রের