কলেজ-বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার সিস্টেমের মতো স্কুল স্তরেও নয়া নিয়ম চালু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পড়ুয়াদের সুবিধার্থে দ্বিতীয় সেমেস্টার অর্থাৎ একাদশ শ্রেণিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করল শিক্ষা সংসদ। যেখানে শুধুমাত্র পরবর্তী শিক্ষাবর্ষের পড়ুয়ারা না বর্তমানে একাদশ শ্রেণিতে অনুত্তীর্ণেরাও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।
চলতি মাসের শুরুতে এমন ভাবনার কথা প্রাথমিক ভাবে জানিয়েছিল শিক্ষা সংসদ। শুক্রবার এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। বর্তমানে, উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি সেমেস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে।
আরও পড়ুন:
শুধুমাত্র দ্বিতীয় সেমেস্টারের ক্ষেত্রেই ছিল ব্যতিক্রম। এর ফলে সেমেস্টার ব্যবস্থার যে সুফল, তা থেকে বঞ্চিত হচ্ছিল পড়ুয়ারা। এ বার এই নিয়ম চালু হওয়ায় শুধু যে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে পড়ুয়ারা সুবিধা পাবেন, তা নয়। গত বছরের যে পড়ুয়ারা একাদশের দ্বিতীয় সেমেস্টারের কোনও বিষয়ে অকৃতকার্য হয়েছিল, তারাও শীঘ্রই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। আগামী এক মাসের মধ্যেই সব স্কুলকে পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “ উচ্চ শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সেমেস্টার সিস্টেমের মূল ভাবনাকে বাস্তবায়িত করার জন্য এই নতুন নিয়ম কার্যকর করা হল।”
আগের নিয়ম অনুযায়ী, এতদিন একাদশের দ্বিতীয় সেমেস্টারে পড়ুয়ারা কোনও বিষয়ে অকৃতকার্য হলে, তাকে পরের বছর প্রথম এবং দ্বিতীয় সেমেস্টারে সব ক’টি বিষয়েই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হত। নয়া নিয়ম চালু হলে পড়ুয়াকে শুধু যে বিষয়ে সে অকৃতকার্য হয়েছে, সেই বিষয়েই সাপ্লিমেন্টারি দিতে হবে।
কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, “এটি একটি সাধু উদ্যোগ। কিন্তু এতদিন পরে চালু হল কেন? স্কুলগুলি রেজ়াল্ট সাবমিট করে যারা ফেল করেছে তারা ‘রিঅ্যাডমিশন’ করে নিয়েছে অনেকদিন আগে। সামনে তৃতীয় সেমেস্টার। আগের শিক্ষাবর্ষের পড়ুয়াদের ‘পোস্ট ফ্যাক্টো এফেক্ট’ দিতে গিয়ে স্কুলগুলিতে চরম বিশৃঙ্খলা হবে।”