চারটি পদে শিক্ষাকর্মী প্রয়োজন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ফ্রন্টএন্ড ডেভেলপার, ব্যাকএন্ড ডেভেলপার, ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেভেলপমেন্ট, সিকিউরিটি এবং অপারেশনস বিভাগের জন্য প্রয়োজন ডেভেলপার। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া চাই। প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। বাকি পদগুলির ক্ষেত্রে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ২ ফেব্রুয়ারি ২০২৬-র মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।