ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ খুঁজছেন? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে সেই সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০টি পদে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। নিযুক্তদের সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি ডিভিশনে কাজ করতে হবে।
তবে উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্তাবলি।সাইবার সিকিউরিটি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন— উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে এই পদে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। অনূর্ধ্ব ৩২ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন হিসাবে দেওয়া হবে। তাঁদের পাইথন, সি, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/ মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের ডাকযোগে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে থাকতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও। আবেদনমূল্য ৭০৮ টাকা। যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। আবেদনের শেষ দিন ১৯ নভেম্বর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy