ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এর সফটঅয়্যার বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ এই সংস্থা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় বিভিন্ন পদে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের কর্মস্থল কলকাতা-সহ দেশের অন্য শহরে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।
সংস্থায় যে তিনটি পদমর্যাদায় নিয়োগ হবে, সেগুলি হল সিনিয়র সফটঅয়্যার ট্রেনি-১, জুনিয়র সফটঅয়্যার ট্রেনি-১ এবং সফটঅয়্যার প্রফেশনালস-১। মোট শূন্যপদ ৪০টি। প্রাথমিক ভাবে, সফটঅয়্যার ট্রেনি-১ এবং জুনিয়র সফটঅয়্যার ট্রেনি-১পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২ বছর। সফটঅয়্যার প্রফেশনালস-১ পদে কাজের মেয়াদ থাকবে ৩ বছর। এর পর তাঁদের কাজের নিরিখে এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, বেঙ্গালুরু, কোচি, গাজিয়াবাদ, দিল্লি, মুম্বাই, ইনদওর বা অন্য শহরে।
সিনিয়র সফটঅয়্যার ট্রেনি-১, জুনিয়র সফটঅয়্যার ট্রেনি-১ এবং সফটঅয়্যার প্রফেশনালস-১ পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ২৮, ২৬ এবং ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৩৫,০০০ টাকা, ২৫,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
উল্লিখিত পদগুলিতে এমসিএ/কম্পিউটার সায়েন্সে এমএসসি/বিসিএ/কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি/বিই বা বিটেক থাকলে আবেদন জানানো যাবে। কিছু ক্ষেত্রে প্রয়োজন পেশাগত অভিজ্ঞতারও, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদনপত্র এবং নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।