দক্ষিণ ওড়িশার একটি বিলুপ্তপ্রায় আদিবাসী ভাষা নথিবদ্ধকরণ এবং ডিজ়িটাইজ়েশনের কাজ করছে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। সেই প্রকল্পের জন্য গবেষক খুঁজছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এই মর্মে তাঁদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিটে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডকুমেন্টেশন অ্যান্ড ডিজ়িটাইজ়েশন ফর সাস্টেনেবেল ডেভেলপমেন্ট অফ ইন্ডি/ এভিই: আ ক্রিটিক্যালি এন্ডেনজার্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অফ সাউথ ওড়িশা (২০২৫-২০২৮)’।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে। মোট শূন্যপদ দু’টি। প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।
প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে আবেদনকারীদের লিঙ্গুইস্টিক্স বা অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিক্সে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। পাশাপাশি বিলুপ্তপ্রায় আদিবাসী ভাষা সংক্রান্ত তথ্য সংগ্রহ বা সংশ্লিষ্ট বিষয়ের উপর কোনও প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য কভার লেটার, আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২০ জুন আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।