Advertisement
E-Paper

সরকারি চাকরির আবেদন এ বার মোবাইল অ্যাপের মাধ্যমে, কী ঘোষণা এসএসসি-র?

এ প্রসঙ্গে এসএসসি-র চেয়ারম্যান এস গোপালকৃষ্ণন বলেন, “নতুন অ্যাপের মাধ্যমে নিয়োগ পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীরা আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৮:৩৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

এ বার সরকারি চাকরির জন্য আবেদন করা যাবে মোবাইল অ্যাপ-এর মাধ্যমেই। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, বৃহস্পতিবার স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) আয়োজিত বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ-পরীক্ষার জন্য নতুন মোবাইল অ্যাপ চালু হয়েছে। এটা এ বছর থেকেই ব্যবহার করা যাবে।

এসএসসি-র এই নতুন মোবাইল অ্যাপটির নাম— ‘মাইএসএসসি অ্যাপ’। যা অ্যান্ড্রয়েড ১১ বা সমগোত্রীয় স্মার্টফোনের ‘গুগল প্লে স্টোর’ থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনও অঞ্চলের পরীক্ষার্থী, বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলের চাকরিপ্রার্থীরাও সহজেই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান এস গোপালকৃষ্ণন বলেন, “নতুন অ্যাপের মাধ্যমে নিয়োগ পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীরা আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন।” এর ফলে তাঁদের আর কোনও কম্পিউটার সেন্টার, সার্ভিস সেন্টার, সাইবার ক্যাফে বা অন্য কোথাও গিয়ে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। এমনকি, তাঁরা অ্যাপের মাধ্যমেই পরীক্ষার আবেদনের জন্য প্রয়োজনীয় আধার ওটিপি জমা দেওয়া বা ‘ফেস অথেন্টিকেশন’-এর কাজও করে নিতে পারবেন। একটি বেসরকারি সংস্থা এই অ্যাপ তৈরিতে এসএসসি-কে সাহায্য করেছে।

এসএসসি-র তরফে জানানো হয়েছে, অ্যাপের মাধ্যমে আবেদন জানানোর সময় বায়োমেট্রিক আইডেনটিটি ভেরিফিকেশন এবং আধার প্রমাণপত্র জমা পড়ায় গোটা ব্যবস্থাটিই আরও স্বচ্ছ, সুরক্ষিত এবং সকলে সহজেই ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, মধ্যস্বত্বভোগীদেরও দূরে রাখা সম্ভব হবে।

আবেদনকারীদের এর জন্য সংশ্লিষ্ট অ্যাপে গিয়ে ‘ওটিআর’ পেজ থেকে আধার নম্বর দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। পাশাপাশি, ফোনে ‘আধার ফেস আরডি’ অ্যাপ ডাউনলোড করে ‘ফেস অথেন্টিকেশন’ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Staff Selection Commission ssc application 2025 SSC Mobile App 2025 My SSC App
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy