ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এ চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিনিয়র এগ্জ়িকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে। টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ ১২০টি। টেলিকম অপারেশনসন বিভাগে আবেদনের জন্য প্রার্থীর কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্স বিভাগে আবেদনের জন্য চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বিএসএনএল-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর যাচাইকরণের পরীক্ষা হবে। তাতে উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিএসএনএল-এর ওয়েবসাইটটি দেখুন।