ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর তরফে চাকরির সুযোগ। দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সমস্ত পদে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে পোস্টিং দেওয়া হবে। আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট হাসপাতালে নিয়োগ করা হবে জেনেটিক কাউন্সেলর, বায়োইনফরমেটিক্স অ্যানালিস্ট এবং জিনোম অ্যানালিস্ট পদে। শূন্যপদ রয়েছে মোট তিনটি। পদের ভিত্তিতে নিযুক্তদের মাসিক বেতন হবে ৪০,৭১০ টাকা বা ৭২,৮০০ টাকা।
আরও পড়ুন:
বিভিন্ন পদে আবেদনের বয়স ৩৫ বা ৪০ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। জেনেটিক কাউন্সেলর পদের জন্য জেনেটিক্স, হিউম্যান জেনেটিক্স, জেনেটিক কাউন্সেলিং বা লাইফ সায়েন্সেস উইথ জেনেটিক্সে স্নাতকোত্তর হতে হবে। এক বছরের ক্লিনিক্যাল জেনেটিক অবজ়ার্ভারশিপ বা জেনেটিক কাউন্সেলিংয়ে পোস্ট গ্র্যাজুয়েশনে থাকলে অগ্রাধিকার মিলবে। এ ছাড়া বাকি পদের জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ২৯৫ টাকা। আগামী ২৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর স্কিল টেস্ট, অ্যাসেসমেন্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলির বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।