Advertisement
E-Paper

আইএসআই কলকাতা, আইআইটি খড়্গপুর, আইআইএম কলকাতার তরফে বিশেষ কোর্স, কোন বিষয়ে?

যাঁরা বিভিন্ন বাণিজ্যিক সমস্যা বিশ্লেষণী দক্ষতা এবং গাণিতিক বিষয় সংক্রান্ত জ্ঞানের মাধ্যমে সমাধান করতে চান, তাঁদের কথা ভেবেই পাঠক্রমটি সাজানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:৪১
ISI Kolkata

আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।

কলকাতার নামী তিনটি প্রতিষ্ঠানের তরফে একযোগে একটি বিষয়ের পাঠ দেওয়া হবে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কলকাতা, আইআইটি খড়্গপুর এবং আইআইএম কলকাতা একত্রে একটি স্বল্পমেয়াদি পাঠক্রমের আয়োজন করবে। সম্প্রতি এই মর্মে আইএসআই কলকাতার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বর্তমান পেশাজগতে বিজ়নেস অ্যানালিটিক্স বিষয় সংক্রান্ত চাকরির চাহিদা বাড়ছে। সে কথা মাথায় রেখেই এই বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডিবিএ) কোর্স করানো হবে তিনটি প্রতিষ্ঠানের তরফে। যাঁরা বিশ্লেষণী দক্ষতা এবং গাণিতিক বিষয় সংক্রান্ত জ্ঞানের মাধ্যমে বিভিন্ন বাণিজ্যিক সমস্যার সমাধান করতে চান, তাঁদের কথা ভেবেই পাঠক্রমটি সাজানো হয়েছে। কোর্সটির মেয়াদ দু’বছর। কোর্স ফি-র পরিমাণ ২৭ লক্ষ টাকা।

আবেদনকারীদের বিটেক, বিই, এমএসসি, এমকম বা সমতুল কোর্সে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। এ ছাড়া, অন্য যোগ্যতা থাকলেও করা যাবে সংশ্লিষ্ট কোর্স। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবিস্তার জানানো হয়েছে। কোর্স শেষে প্রতিষ্ঠানগুলির তরফে ‘প্লেসমেন্ট’-এর ব্যবস্থাও থাকবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১,২৫০ টাকা এবং অসংরক্ষিতদের ২,৫০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন।

কোর্সে প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত প্রবেশিকা, ইন্টারভিউ, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে যোগ্যতা যাচাই করে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে। সিবিটি মাধ্যমে প্রবেশিকা হবে ২৯ মার্চ। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২ থেকে ৩ মে-র মধ্যে। কোর্সের ক্লাস শুরু ৬ জুলাই থেকে।

Indian Statistical Institute Kolkata IIT Khragpur PG Diploma Course 2026 PG Diploma Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy