কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ কর্মী নিয়োগ হবে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারি অফিসে নিযুক্তদের পোস্টিং হবে।
ড্রাইভার পদে পাঁচ জন কর্মী নিয়োগ হবেন। ২২,৫০৬ টাকা বেতন হবে প্রতি মাসে। ওই একই বেতনে একজন ইলেক্ট্রিশিয়ান নিয়োগ করা হবে। দু’জন খাদ্য বহনকারী (ফুড বেরিয়ার) নিয়োগ হবেন। যাঁদের বেতন মাসে ২০,৯৩০ টাকা হবে। ওই একই বেতনে একজন রাঁধুনি (কুক)-কেও নিয়োগ করা হবে। সঙ্গে দু’জন রেডিয়োথেরাপি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। তাঁদের বেতন মাসে ৪০,৭১০ টাকা। ২৫ হাজার ৫০৬ টাকা বেতনে তিন জন ইএমটি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। পিসিএম পদে চার জন নিয়োগ করা হবে। তাঁদের বেতন মাসে ৩০ হাজার টাকা। ১২ জন ওটি টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। তাঁদের ৩৩,৫৮০ টাকা বেতন দেওয়া হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৩০টি। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
চাকরিপ্রার্থীদের বেসিল-এর ওয়েবসাইট https://www.becil.com/ -এ গিয়ে আবেদন জানাতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।