মু্র্শিদাবাদে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটে জেলা স্তরে প্রশিক্ষক (ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারস) প্রয়োজন। মোট শূন্যপদ ৩৫টি।
কাদের নিয়োগ করা হবে?
নিযুক্তদের অন্নধারা প্রকল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজের জন্য অন্যদের প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষক হিসাবে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণদের স্বনির্ভর গোষ্ঠী বা স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্য হওয়া প্রয়োজন।
বয়স এবং অভিজ্ঞতা:
একই সঙ্গে এই ধরনের কাজে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। তবে, যে কোনও বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও ওই কাজের জন্য আবেদনের সুযোগ পেতে পারেন। উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
কী ভাবে যোগ্যতা যাচাই?
সংশ্লিষ্ট কাজের জন্য নিযুক্তদের ব্লক স্তরে প্রশিক্ষণ দিতে হবে। এ ছাড়াও প্রশিক্ষণ কর্মসূচির কাজে নজরদারি, সংঘ বা সমবায় গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বও ওই প্রশিক্ষকদের উপর ন্যস্ত থাকবে। তাই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট।
আগ্রহীদের অনলাইনে ১৪ অগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রশিক্ষক হিসাবে নিয়োগের পর তাঁদের জন্য প্রতিদিন ৬০০ টাকা সাম্মানিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তবে, কাজের উৎকর্ষের ভিত্তিতে তা সুনিশ্চিত করা হবে। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য মুর্শিদাবাদের প্রশাসনিক ওয়েবসাইটে (murshidabad.gov.in) লক্ষ রাখা প্রয়োজন।