জলবায়ু পরিবর্তনের আবহে ইলিশ মাছ চাষ নিয়ে গবেষণার কাজ চলছে রাজ্যের সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট-এ। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ ওই গবেষণাগারে কাজের জন্য তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) খোঁজা হচ্ছে। শূন্যপদ একটি।
কারা আবেদন করবেন?
মৎস্যবিজ্ঞানে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রাণিবিদ্যা কিংবা পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদনও শর্তসাপেক্ষে গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
আবেদন সংক্রান্ত অন্যান্য শর্তাবলি:
২১ থেকে ৪৫ বছর বয়সি ব্যক্তিরা তরুণ পেশাদার হিসাবে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৪ অগস্ট, বিকেল ৫টা পর্যন্ত। ইন্টারভিউয়ের জন্য ৭ অগস্ট সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটে উপস্থিত থাকা প্রয়োজন।
কোথায় হবে নিয়োগ?
নিযুক্ত ব্যক্তিকে সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের ব্যারাকপুর কেন্দ্রের পাশাপাশি, প্রজেক্ট সাইটগুলিতে গিয়েও কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে কাজ চললেও গবেষণা প্রকল্পের মেয়াদ অনুযায়ী সময়সীমা বদলাতে পারে। এই বিষয়ে বিশদ তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটটি (cifri.res.in) দেখে নিতে পারেন।