কলকাতার রাষ্ট্রায়ত্ত মিউজ়িয়ামে কর্মখালি। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মখালি রয়েছে। ওই পদে ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
এ ক্ষেত্রে তাঁদের ই-অফিস অপারেশনস, রেকর্ডস ডিজ়িটাইজ়েশন, ফাইল ট্র্যাকিং, রুটিন সিস্টেম সাপোর্ট অ্যান্ড মেনটেন্যান্সের মতো বিষয়গুলিতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। শূন্যপদ একটি।
আরও পড়ুন:
নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৮ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে, ওই মেয়াদ পরবর্তীতে বৃদ্ধি পেতে পারে।
আবেদনের জন্য ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামসের ওয়েবসাইট (ncsm.gov.in) থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। ওই ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রের মতো নথি ডাকযোগে পাঠাতে পারবেন। আবেদন পাঠানোর শেষ দিন ১৮ অগস্ট।