রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন? গবেষণার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেমিক্যাল সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে সায়েন্টিফিক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য দু’জন ব্যক্তি প্রয়োজন।
যাঁরা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের পলিমার সিন্থেসিস, নিউক্লিয়ার ম্যাগনেটিক রিসোনেন্স (এনএমআর) ক্যারেক্টারাইজ়েশন নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
উল্লিখিত পদে নিযুক্তেরা মোট ছ’মাসের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন। পারিশ্রমিক হিসাবে তাঁদের জন্য প্রতি মাসে ২৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কাজ করতে আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে।
তার আগে আগ্রহীদের অনলাইনে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিকে হবে। আবেদনের শেষ দিন ১৮ অগস্ট। যে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র তৈরি করতে হবে, তার নমুনা আইআইএসইআর, কলকাতার ওয়েবসাইটে (iiserkol.ac.in) দেওয়া হয়েছে।