নদিয়ায় স্নাতকদের নিয়োগ করা হবে। জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট-এ কমিউনিটি অডিটর প্রয়োজন। মোট শূন্যপদ ৪০টি।
কাদের নিয়োগ করা হবে?
নিযুক্তদের অন্নধারা প্রকল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজের আর্থিক খতিয়ানের রিপোর্ট তৈরির কাজ করতে হবে। তাই বাণিজ্য বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, তাঁদের স্বনির্ভর গোষ্ঠী বা স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্য হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
বয়স এবং অভিজ্ঞতা:
একই সঙ্গে প্রার্থীদের বুককিপিং এবং অ্যাকাউন্টিং-এর কাজে দক্ষতা থাকতেই হবে। আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
কী ভাবে যোগ্যতা যাচাই?
সংশ্লিষ্ট কাজের জন্য নিযুক্তদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট।
আগ্রহীদের অনলাইনে ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য নদিয়ার প্রশাসনিক ওয়েবসাইটে (nadia.gov.in) লক্ষ রাখা প্রয়োজন।