উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয়ে ফ্রুট সায়েন্স এবং ফার্ম মেশিনারিং অ্যান্ড পাওয়ার বিষয়ে শিক্ষকতার জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
ফ্রুট সায়েন্স, ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে, স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এজিবিলিটি টেস্ট (স্লেট) উত্তীর্ণেরাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে। প্রতিটি ক্লাসের নিরিখে ২,০০০ টাকা ভাতা, খাতা দেখার জন্য ২,০০০ টাকা হিসাবে বরাদ্দ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ডাকযোগে সাদা কাগজে আবেদন লিখে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো নথি থাকা দরকার। আবেদন ২৩ সেপ্টেম্বরের আগে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ubkv.ac.in) থেকে ঠিকানাটি দেখে নেওয়া যেতে পারে।