ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট কাজের জন্য রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তবে, তাঁদের গবেষণার বিষয়ে কম্পিউটেশনাল মেটিরিয়ালস জিনোম, টুডি মেটিরিয়ালস থাকা প্রয়োজন। এ ছাড়াও মেশিন লার্নিং, ক্রিস্টাল-স্ট্রাকচার প্রেডিকশনস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে নিযুক্তের ফেলোশিপ প্রতিষ্ঠানের নিয়মানুসারে দেওয়া হবে। তাই ফেলোশিপের অঙ্ক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তবে, ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউ দিতে আসতে হবে। ২৮ নভেম্বর আইএসিএস-এ ইন্টারভিউ আয়োজিত হতে চলেছে। ওই দিন জীবনপঞ্জি, কর্মজীবন এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সঙ্গে রাখা প্রয়োজন।