কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষক নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ সম্পর্কে বিশদ জানানো হয়েছে। প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস সায়েন্স বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা প্রজেক্ট কনসালট্যান্ট পদে আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১,২৫,০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়েছে, এক্সপেরিমেন্টাল সেমিকন্ডাক্টর ডিভাইস ফেব্রিকেশন অ্যান্ড মেজরমেন্ট বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকা দরকার। সংশ্লিষ্ট বিভাগে কাজ করতে আগ্রহীদের জীবনপঞ্জি, শংসাপত্র এবং অন্য নথি ই-মেল মারফত পাঠাতে বলা হয়েছে।
ইন্টারভিউয়ের জন্য প্রতিষ্ঠানের তরফেই যোগাযোগ করা হবে প্রার্থীদের সঙ্গে। আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (ird.iitd.ac.in) দেখে নেওয়া যেতে পারে।