অতিথি শিক্ষক নিয়োগ করবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে শিক্ষকতার সুযোগ রয়েছে। শূন্যপদ ন’টি।
রসায়ন, প্রাণিবিজ্ঞান, প্রাণিবিদ্যা, লাইফ সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
উল্লিখিত বিষয়ে শিক্ষকতা কিংবা গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকার দরকার। নিযুক্তদের বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিজ্ঞানের স্নাতকোত্তর স্তরের কোর্স এবং ইন্টিগ্রেটেড এমএসসি ইন অ্যানিমেল সায়েন্স শীর্ষক বিষয়ে শিক্ষকতা করতে হবে।
তবে, সংশ্লিষ্ট পদে নিযুক্তকে কত বেতন দেওয়া হবে, বা কতদিনের চুক্তিতে কাজ চলবে— সে সম্পর্কে কোনও তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাননি। তাই এই সম্পর্কে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (knu.ac.in) নজর রাখা দরকার।
ই-মেল মারফত আবেদন করতে হবে। ২২ সেপ্টেম্বরের আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ই-মেল আইডি-তে আবেদনপত্র পাঠানো দরকার। সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং বৈধ পরিচয়পত্রের মতো নথি রাখতে হবে।