ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতায় গবেষক প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি প্রকল্পে কর্মখালি রয়েছে। তাতে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের কাজের সুযোগ রয়েছে। ওই শূন্যপদে এক জনকে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসরো-র অর্থপুষ্ট প্রকল্প ‘ইনভেস্টিগেশন অন রমন স্ক্যাটারিং ইন মিনারেলস রেলিভেন্ট টু প্ল্যানেটারি এক্সপ্লোরেশনস আন্ডার ভ্যারিড অ্যাটমোস্ফেরিক কন্ডিশনস’-এ প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। ওই পদে পদার্থবিদ্যা, মেটিরিয়াল সায়েন্স, আর্থ সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
আবেদনকারীদের ডায়মন্ড আনভিল সেল নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। এই কাজের জন্য নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে বহাল রাখা হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৩৮,৪৪০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের ই-মেল মারফত জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। ২৭ নভেম্বর আবেদনের শেষ দিন। ইন্টারভিউ কবে নেওয়া হবে, তা বাছাই করা প্রার্থীদের ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে।