আধুনিক, উন্নত প্রযুক্তির প্রয়োগ করে কৃষিকাজের উন্নতি সম্ভব। কৃত্রিম মেধাও দিচ্ছে টুল ভাইব কোডিং শেখার সুযোগ। এই সবই হাতে কলমে শেখার সুযোগ পাবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও—
চর্চায় যন্ত্রমেধা এবং কোডিং:
এআই এজেন্ট এবং টুল ভাইব কোডিং কৃত্রিম মেধার অবিচ্ছেদ্য অংশ। কোড লেখা, টেস্ট রান অর্থাৎ কোড সঠিক ভাবে কাজ করছি কি না তা পরীক্ষা করা, কোন কোড কত দ্রুত ফলাফল প্রকাশ করবে— এই সমস্তটাই ওই অংশের কাজ। এই কাজ শেখার সুযোগ দেবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান।
- কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর।
- কবে— ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৬।
- কত দিন চলবে— ১ মাস ২০ দিন।
- কারা আবেদন করতে পারবেন— স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা, কৃত্রিম মেধা নিয়ে কর্মরত চাকরিজীবীরা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ৩০ নভেম্বর।
— প্রতিনিধিত্বমূলক ছবি।
লাইব্রেরি প্র্যাকটিসে যন্ত্রের প্রভাব:
লাইব্রেরিতে কাজের ধরন বদলেছে, বদলেছে প্রযুক্তির প্রয়োগ পদ্ধতিও। এই কাজে মেশিন লার্নিং, অটোমেশনের সংযুক্তির কারণে কাজে গতি এসেছে। কী ভাবে গতানুগতিক লাইব্রেরি প্র্যাকটিসে যন্ত্র এবং প্রযুক্তির সংযোজন কতটা প্রাসঙ্গিক, কতটা সতর্ক হয়ে কাজ করা দরকার, তা নিয়েই আলোচনা চলবে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে।
- কোথায় হবে— কলকাতা বিশ্ববিদ্যালয়।
- কবে— ৮-৯ ডিসেম্বর, ২০২৬।
- কত দিন চলবে— দু’দিন।
- কারা আবেদন করতে পারবেন— লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স নিয়ে পাঠরত পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকারা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ৫ ডিসেম্বর।
বায়োইনফরমেটিক্স-এর খুঁটিনাটি:
বায়োইনফরমেটিক্স-এর মতো বিষয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা অ্যানালিসিস-এর প্রয়োগের জন্য বিশেষ ‘টুল’ ব্যবহার করা যেতে পারে। সেই যন্ত্র কী ভাবে ব্যবহার করা যেতে পারে, সে সব বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
- কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
- কবে— ৮-১০ ডিসেম্বর, ২০২৬।
- কত দিন চলবে— তিন দিন।
- কারা আবেদন করতে পারবেন— স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকারা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।
সমুদ্র, নদীতে মাছ চাষের খুঁটিনাটি:
মাছ চাষ এবং উৎপাদনের মানোন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তাতে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রাকৃতিক পরিবেশে মাছ চাষের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, তা শেখানো হবে।
- কোথায় হবে— সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট, প্রয়াগরাজ।
- কবে— ১-৩ ডিসেম্বর, ২০২৬।
- কত দিন চলবে— তিনদিন।
- কারা আবেদন করতে পারবেন— মৎস্যবিজ্ঞান নিয়ে পাঠরত পড়ুয়া, মাছ চাষের সঙ্গে যুক্ত চাষি, ব্যবসায়ীরা।
- আবেদন কী ভাবে— ই-মেল মারফত।
- আবেদনের শেষ দিন— ২৭ নভেম্বর।
— প্রতিনিধিত্বমূলক ছবি।
ড্রোন এবং চাষাবাদ:
কৃষিক্ষেত্রে কাজের জন্য ড্রোন এবং রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করার পদ্ধতি জানার সুযোগ দেবে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ। ওই সংস্থার তরফে হাতেকলমে প্রিসিসন এগ্রিকালচার, রিমোট সেন্সিং-এর ব্যবহার, ড্রোন চালনার মত বিষয়গুলি শেখানো হবে।
- কোথায় হবে— ন্যাশনাল অ্যাকাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট।
- কবে— ১৫-১৯ ডিসেম্বর, ২০২৬।
- কত দিন চলবে— দু’দিন।
- কারা আবেদন করতে পারবেন— কৃষিবিদ্যা নিয়ে পাঠরত কিংবা কর্মরত ব্যক্তিরা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ২৪ নভেম্বর।