রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পিএইচডি ডিগ্রিপ্রাপ্তেরা চাকরির সুযোগ পেতে পারেন। সায়েন্টিস্ট পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে ইউজিসি-ডিএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ-এর ইনদওর সেন্টারে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সায়েন্টিস্ট পদে নিযুক্তের পদার্থবিদ্যায় পিএইচডি থাকা প্রয়োজন। তাঁর রমন স্ক্যাটারিং সংক্রান্ত বিষয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকতেই হবে। পাশাপাশি, ওই বিষয়ে অন্তত তিনটি গবেষণাপত্রও প্রকাশিত হওয়া আবশ্যক।
আরও পড়ুন:
উল্লিখিত পদে নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সপ্তম পে কমিশনের অধীনে লেভেল ১১ অনুযায়ী প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে কিংবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনের জন্য আলাদা করে ১,০০০ টাকা ফি জমা দিতে হবে। জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো নথি ৩১ জানুয়ারির মধ্যে পাঠানো প্রয়োজন। ডাকযোগে আবেদনের শেষ দিন ৬ ফেব্রুয়ারি। পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে কবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।