রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে নিরাপত্তা আধিকারিক বা সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তের জন্য প্রতি মাসে ৭৮,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিযুক্তকে কাজ করতে হবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ-এ।
কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর (সিএসআইআর) অধীন ওই গবেষণাগারে এক জন সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে। তাঁর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
এক্স সার্ভিসম্যান হিসাবে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে। নিযুক্তের আধা সামরিক বাহিনীর কাজে অন্তত ১০ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে, যাঁরা ওই বাহিনীতে ইনস্পেক্টর হিসাবে কাজ করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
ফিজ়িক্যাল এবং পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তার আগে আগ্রহীদের অনলাইনে কিংবা ডাকযোগে আবেদন পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২ ফেব্রুয়ারি।