ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ দেবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস। প্রতিষ্ঠানের কালচারাল ইনফরমেটিক্স ল্যাবরেটরি-তে প্রজেক্ট ম্যানেজার প্রয়োজন। ওই পদে এক জনকে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের সরকারি সংস্থার আইটি বিভাগ কিংবা টেকনিক্যাল প্রজেক্টে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ চাহিদা অনুযায়ী বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৭৫ হাজার টাকা হিসাবে বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ১৫ জানুয়ারি ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের নথি সঙ্গে রাখতে হবে।