রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে।
গ্রুপ সি কর্মী নিয়োগ করবে এই সংস্থা। তবে এই সুযোগ শুধুমাত্র গান-বাজনার জগতের সঙ্গে যুক্তদের জন্য। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, যে কোনও সাংস্কৃতিক বিভাগে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ ফেব্রুয়ারি। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের ওয়েবসাইটটি (https://clw.indianrailways.gov.in/) দেখে নিতে হবে।