রাজ্যের আয়কর দফতরে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেষ পাঁচটি অর্থবর্ষে কস্ট অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করেছেন, এমন আধিকারিকদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে কস্ট অ্যাকাউন্ট্যান্সি ছাড়াও কস্ট অডিটিং, ইন্টারনাল অডিটিং, ইনসলভেন্সি প্রফেশনাল হিসাবে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
তবে দফতরের তরফে এই শর্তও দেওয়া হয়েছে, আবেদনকারীর বিরুদ্ধে কোনও তদন্ত বা অপরাধের অভিযোগ থাকা যাবে না। পাশাপাশি, পশ্চিমবঙ্গ আয়কর দফতরের অধীনস্থ এলাকায় পদপ্রার্থীর নিজস্ব অফিস থাকা বাঞ্ছনীয়। উল্লিখিত পদে আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কিত বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ সংস্থায় গবেষক প্রয়োজন, মাসে ৩০ হাজার টাকা আয়ের সুযোগ
-
কলকাতার সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে কাজের সুযোগ, রইল আবেদনের শর্তাবলি
-
আইআইটি দিল্লিতে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন, আবেদনের শেষ দিন কবে?
-
আইসিএমআর-এর অর্থপুষ্ট প্রকল্পে কর্মী প্রয়োজন, প্রতি মাসে ৬০ হাজার টাকা আয়ের সুযোগ
ডাকযোগে আবেদনকারীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্মটি পূরণ করে পাঠাতে হবে। ওই আবেদনের সঙ্গে ঠিকানা, যোগাযোগের নম্বর, ইমেল আইডি, কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্রের মতো নথি জমা দিতে হবে।
আগ্রহীদের ১৫ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত দিনের পর আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।