যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে আংশিক সময়ের জন্য কর্মী প্রয়োজন। এ জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল সেন্টারে চিকিৎসক নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রথমে এক বছরের চুক্তিতে এই পদে নিযুক্তকে কাজ করতে হবে। পরবর্তীকালে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
প্রতি সপ্তাহে নিযুক্ত চিকিৎসকের তিন দিন কাজের দায়িত্ব থাকবে। যার ভিত্তিতে তাঁকে প্রতি মাসে ৪৬,০২০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। তাঁদের এমবিবিএস-এ ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বরও। আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৫ ডিসেম্বর। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।