যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের বিজ্ঞান গবেষণা উৎসুক প্রার্থীরা কাজের সুযোগ পাবেন। এ জন্য তাঁদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে বিজ্ঞানী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ২৮টি। নিযুক্তদের প্রথম এক বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। এর পর বাড়ানো হতে পারে মেয়াদ। তাঁদের বেতনের পরিমাণ হবে মাসে ১,৩২,৬৬০ টাকা। এ ছাড়াও অন্য খাতে ভাতা দেওয়া হবে তাঁদের।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তি থেকে পিএইচডি ডিগ্রিধারীরা। গবেষণা বা কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে ওই পদে নিয়োগ হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।