কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট)। আগামী বছর কবে হবে পরীক্ষা, তা আগেই জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। এ বার পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হল বোর্ডের তরফে।
গত ২৫ অক্টোবর বোর্ড জানিয়েছিল, ২০২৬ সালে ৮ ফেব্রুয়ারি সিটেট নেওয়া হবে। দেশের ১৩২টি পরীক্ষাকেন্দ্রে সিটেট আয়োজন করবে সিবিএসই। পরীক্ষার্থীরা এ জন্য নির্ধারিত ওয়েবসাইটে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। আগামী ১৮ ডিসেম্বর আবেদনের শেষ দিন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
১) পরীক্ষার্থীদের প্রথমে ctet.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
২) ওয়েবসাইটে ‘অ্যাপ্লাই অনলাইন’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) সেখানে নিজেদের ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য জমা দিতে হবে।
৪) এর পর নিজেদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ওয়েবসাইটে।
৫) পরবর্তী ধাপে আবেদনমূল্য জমা দিয়ে আবেদনপত্রটিও জমা দিয়ে দিতে হবে। এর পর ডাউনলোড করে নিতে হবে জমা দেওয়া আবেদনপত্রটি।
উল্লেখ্য, পরীক্ষার একটি পত্রের জন্য আবেদন জানাতে হলে সংরক্ষিতদের ৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ১,০০০ টাকা জমা দিতে হবে। দু’টি পত্রের পরীক্ষা দিতে চাইলে আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৬০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ১,২০০ টাকা।
পরীক্ষায় থাকবে দু’টি পত্র। প্রথম পত্রের পরীক্ষা চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত। মোট ২০টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে পরীক্ষার্থীদের।
যাঁরা স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে পড়াতে চান, তাঁরা প্রথম পত্রের পরীক্ষা দিতে পারবেন। আবার, যাঁরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষকতা করতে চান, তাঁরা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে পারবেন। অন্য দিকে, যাঁরা স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণির মধ্যে যে কোনও শ্রেণিতে পড়াতে ইচ্ছুক, তাঁরা দু'টি পত্রের পরীক্ষাই দিতে পারবেন।