গত অক্টোবরে আয়োজন করা হয়েছিল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন ক্লার্ক পদের প্রিলিমস (প্রিলিমিনারি) পরীক্ষা। পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছিল চলতি মাসেই। এ বার প্রকাশ করা হল পরীক্ষার্থীদের স্কোরকার্ড বা মার্কশিট।
গত ৪, ৫ এবং ১১ অক্টোবর আইবিপিএস ক্লার্ক-এর প্রিলিমিস অর্থাৎ প্রথম ধাপের পরীক্ষা গ্রহণ করা হয়। মূলত কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস (সিআরপি -সিএএস-১৫) পদমর্যাদার জন্য নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। চলতি বছর মোট ১৩,৫৩৩টি শূন্যপদে এই পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে আইবিপিএস।
গত ২০ নভেম্বর পরীক্ষার ফল ঘোষণা করা হয়। মঙ্গলবার আইবিপিএস-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে কাট অফ নম্বরও। যা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত দেখা যাবে। পরীক্ষায় উত্তীর্ণেরা পরবর্তী ধাপে অর্থাৎ মেনস পরীক্ষা দিতে পারবেন।
আরও পড়ুন:
পরীক্ষার্থীরা কী ভাবে স্কোরকার্ড ডাউনলোড করবেন?
১। প্রথমে আইবিপিএস-এর ওয়েবসাইট https://www.ibps.in/-এ যেতে হবে।
২। সেখানে ‘সিআরপি -সিএএস-১৫’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। এর পর নিজেদের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, জন্মতারিখ দিয়ে লগ ইন করলেই স্কোরকার্ড দেখা যাবে। যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে হবে।
ক্লার্ক-এর প্রিলিমস পরীক্ষায় যাঁরা নির্দিষ্ট কাট অফ নম্বর নিয়ে উত্তীর্ণ হবেন, শুধুমাত্র তাঁরাই মেন পরীক্ষা দিতে পারবেন। আগামী ২৯ নভেম্বর দেশ জুড়ে আয়োজন করা হবে মেন পরীক্ষার।