নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে দু’টি ভিন্ন বিষয়ে কোর্স করানো হবে। বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। স্নাতক এবং স্নাতকোত্তরের পড়ুয়া ছাড়াও গবেষকরাও করতে পারবেন এই কোর্স। আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে।
বিশ্ববিদ্যালয়ের তরফে ‘রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স’ এবং ‘রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট’— দু’টি কোর্স করানো হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ‘স্বয়ম্’ প্ল্যাটফর্মের মাধ্যমেই পড়ানো হবে দু’টি পাঠক্রম। উভয় কোর্সের মেয়াদ দু’বছর। কোর্সগুলি আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
আরও পড়ুন:
‘রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স’ কোর্সের জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণারতেরা। স্নাতক এবং স্নাতকোত্তরের পড়ুয়ারা করতে পারবেন ‘রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট’ কোর্স।
ইচ্ছুক পড়ুয়াদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ সংক্রান্ত বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।