জীববিজ্ঞানের যে কোনও শাখায় উচ্চশিক্ষা গ্রহণ করে থাকলে মিলতে পারে গবেষণা সুযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ করা হবে। সেই প্রকল্পে কাজের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা।
বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। গবেষণা করা হবে কালো চাল নিয়ে। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) প্রয়োজন। যাঁর কাজের মেয়াদ থাকবে প্রথমে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বাড়িয়ে তিন বছর পর্যন্ত করা হতে পারে। প্রথম দু’বছরে নিযুক্তকে মাসে ৩৭,০০০ টাকা সাম্মানিক এবং তৃতীয় বছরে মাসে ৪২,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এ ছাড়াও অন্য খাতে মিলবে ভাতা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জীববিজ্ঞানে যে কোনও শাখায় স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। শংসাপত্র থাকতে গেট, নেট বা সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। পাশাপাশি, তাঁদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের এ ক্ষেত্রে ছাড় মিলবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্য ৫০ টাকা। আগামী ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। আবেদনের বাকি শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।