জাতীয় প্রকল্পের অধীনে কাজের জন্য কর্মী নিয়োগ করবে বীরভূমের রামপুরহাট স্বাস্থ্যজেলা। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ হবে ডেন্টাল সার্জেন এবং ডেন্টাল টেকনিশিয়ান পদে। মোট শূন্যপদ দু’টি। তাঁদের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ন্যাশনাল ওরাল হেল্থ মিশনের অধীনে কাজ করতে হবে।
দু’টি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে থাকা জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ডেন্টাল সার্জেন পদে নিযুক্তকে মাসে ৪২,০০০ টাকা বেতন দেওয়া হবে। অন্য দিকে, ডেন্টাল টেকনিশিয়ান পদে নিযুক্ত ব্যক্তির বেতন হবে মাসে ২২,০০০ টাকা।
আরও পড়ুন:
ডেন্টাল সার্জেন পদে আবেদনকারীদের ডেন্টাল সার্জারি-তে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন। এ ছাড়াও থাকতে হবে দু’বছরের পেশাগত অভিজ্ঞতা। একই ভাবে অন্য পদটির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
উভয় পদে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
প্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৭ নভেম্বর শুরু আবেদন প্রক্রিয়া। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
কৃত্রিম মেধা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-সহ নানা বিষয়ে কোর্স থেকে কর্মশালা, কোথায় ও কবে?
-
২৯ জন কর্মী চাই গেইল ইন্ডিয়া লিমিটেড-এ, কোন কোন পদে, কারা পাবেন সুযোগ?
-
পেশায় মেরিন ইঞ্জিনিয়ার! কলকাতা ডক সিস্টেমের জন্য কর্মী খুঁজছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট
-
এনপিসিসি লিমিটেড-এর আইন বিভাগে কর্মীর খোঁজ, পোস্টিং কলকাতায়, বেতন কত?