রাষ্ট্রায়ত্ত সংস্থায় ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনপিসিসি) লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। দেশের পূর্বাঞ্চলীয় কার্যালয়ের আইন সংক্রান্ত কাজের দায়িত্বে থাকবেন নিযুক্তেরা।
সংস্থায় নিয়োগ হবে সিনিয়র অ্যাসোসিয়েট (ওএস) পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তিকে সংস্থার কলকাতা অফিসে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির চুক্তির মেয়াদ থাকবে এক বছর।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির মাসিক পারিশ্রমিক হবে ৩৩,৭৫০ টাকা। এ ছাড়াও বিভিন্ন খাতে ভাতা মিলবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর বা পাঁচ বছরের এলএলবি ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। কলকাতার অফিসে আগামী ১৮ ডিসেম্বর ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ সংক্রান্ত বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৬ মার্চ। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।