বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড। সংস্থার বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। সংস্থার তরফে জানানো হয়েছে, এ জন্য অনলাইনেই আবেদন জানাতে হবে।
সংস্থায় চিফ ম্যানেজার, সিনিয়র অফিসার, সিনিয়র ইঞ্জিনিয়ার, অফিসার পদে নিয়োগ হবে। তাঁরা সংস্থার আইন, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইলেকট্রিক্যাল, মার্কেটিং, বয়েলার অপারেশন্স, ইনস্ট্রুমেন্টেশন-সহ নানা বিভাগে কাজের সুযোগ পাবেন। তবে এই নিয়োগ শুধু মাত্র সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য।
তাঁদের কর্মস্থল হবে দেশের যে কোনও রাজ্যে সংস্থার কার্যালয়ে। বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ অথবা ৫০ বছর। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতনক্রম মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
আইন বিভাগে চিফ ম্যানেজার পদের জন্য আবেদনকারীদের যে কোনও বিষয় অথবা আইন-এ স্নাতকস্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের পাঁচ বছরের এলএলবি ডিগ্রিতেও ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি, ১২ বছরের পেশাগত অভিজ্ঞতাও জরুরি। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার আলাদা মাপকাঠি স্থির করা হয়েছে।
চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ২০০ টাকা। আগামী ২৩ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর নানা পদের জন্য যোগ্য কর্মী বেছে নেওয়া হবে লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।