স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরা প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ পেতে পারেন। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফে ওই পদে কাজের শর্তাবলি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ওই কাজের জন্য এক জন ব্যক্তি প্রয়োজন।
রসায়ন কিংবা পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে স্যাম্পলিং এবং অ্যানালিসিস অফ অর্গানিক পলিউট্যান্ট নিয়ে কাজ করতে হবে। তাই এ ক্ষেত্রে উল্লিখিত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২৫ হাজার থেকে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই। অনলাইনে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (recruitment.neeri.res.in) গিয়ে আবেদন জমা দেওয়া প্রয়োজন।