সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তিকে কলকাতার দফতরে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কাজের জন্য স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। সে ক্ষেত্রে বিশেষ বিষয়ে থাকা চাই ওই ডিগ্রি।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের কলকাতার দফতরে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং পারচেজ় বিভাগে কাজের জন্য ওই পদটি খালি রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য মেকানিক্যাল, সিভিল, ইলেক্ট্রিক বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতক হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের অন্তত এক বছর মেকানিক্যাল, সিভিল, ইলেক্ট্রিক্যাল বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
পারচেজ় বিভাগের ক্ষেত্রে যে কোনও বিষয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন। তাঁদের অফিস ওয়ার্ক, ড্রাফটিং সংক্রান্ত কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। এ ক্ষেত্রে সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।
সংশ্লিষ্ট কাজে নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। কাজের পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে তাঁরা কাজ করার সুযোগ পাবেন।এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ফর্ম পূরণের শর্তাবলি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (iift.ac.in) প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ দিন ১০ অগস্ট।