তরুণ পেশাদার হিসাবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে কাজ করার সুযোগ রয়েছে। মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান মিউজ়িয়ামে ইয়ং প্রফেশনাল পদে কাজের জন্য একজনকে বেছে নেওয়া হবে। সেই কাজের জন্য অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিওরিটি, ইনফরমেশন টেকনোলজি বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে উল্লিখিত পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের কেন্দ্র/রাজ্য সরকারি কিংবা স্বীকৃত বেসরকারি সংস্থায় কাজের তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। এ ছাড়াও ওই কাজের জন্য উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদনের সুযোগ রয়েছে। তবে, প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
এর পাশাপাশি, মিউজ়িয়ামে কাজের পূর্ব অভিজ্ঞতা এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে কাজের দক্ষতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
মোট ১২ মাস অর্থাৎ এক বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বাড়তে পারে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি মিউজ়িয়ামের ওয়েবসাইটে (indianmuseumkolkata.org) গিয়ে দেখে নিতে পারেন। আগ্রহীদের ডাকযোগে মিউজ়িয়ামের ডিরেক্টরকে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৮ অগস্ট।