কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ গবেষণাগারে কর্মী প্রয়োজন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ-এ কাজ করতে হবে। শূন্যপদ ৩৬টি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের সিভিল, মেটালার্জিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, এয়ারক্রাফ্ট মেনটেনেন্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কিংবা কম্পিউটার সায়েন্স, পদার্থবিদ্যা, মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। উভয় ক্ষেত্রে ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা আবশ্যক।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৭০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১১ এপ্রিল। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের জন্য কী কী নথি অনলাইনে জমা দিতে হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।