কালিম্পং জেলার প্রশাসনিক বিভাগে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গ্রুপ-সি বিভাগে ক্লারিক্যাল কাজের জন্য কর্মী নিয়োগ করবে কালিম্পং জেলাশাসক কার্যালয়। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে ছ’টি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে থাকতে হবে। এই সুযোগ শুধুমাত্র অবসরপ্রাপ্তদের জন্য। তবে, সে ক্ষেত্রেও রাজ্য/কেন্দ্র সরকার অধীনস্থ কোনও সংস্থায় গ্রুপ-সি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
‘ওয়াক ইন ইন্টারভিউ’-র মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। আগামী ২৫ জুন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় সঙ্গে নিয়ে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। তবে, তার আগে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। তার জন্য প্রার্থীকে প্রথমে কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। পাশাপাশি, ওই বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।