রাজ্যের স্বাস্থ্য দফতরে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা চাকরি পেতে পারেন। ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী প্রয়োজন। ওই পদে একজনকে নিয়োগ করা হবে। তাঁর কর্মস্থল হবে কলকাতা পুরসভায়।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে জানানো হয়েছে, সমাজ বিজ্ঞান, গণজ্ঞাপন, অর্থনীতি, রুরাল ডেভেলপমেন্ট, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, সোশিয়োলজি, সোশিয়াল অ্যান্থ্রোপলজি, সোশ্যাল ওয়ার্কের মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে। তবেই উল্লিখিত পদে নিয়োগের সুযোগ পাওয়া যাবে। প্রতি মাসে নিযুক্ত ব্যক্তি ৩২ হাজার টাকা পাবেন পারিশ্রমিক হিসাবে। এ ক্ষেত্রে তাঁর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
অনলাইনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট (wbhealth.gov.in) মারফত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। নাম নথিভুক্তকরণের শেষ দিন ৭ সেপ্টেম্বর এবং ফর্ম জমা দিতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।